স্বদেশ ডেস্ক:
নিউইয়র্কের বাংলাদেশ কম্যুনিটির নিরলস একটিভিস্ট, বুদ্ধি প্রতিবন্ধী শিশুসহ নারী অধিকার বিষয়ে সোচ্চার, রুবাইয়া রহমান এ বছর সিটি কাউন্সিল নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন। আগামী ২৭ জুনের প্রাইমারিতে অংশগ্রহণের জন্য ইতিমধ্যেই পিটিশন জমা দিয়েছেন এবং তার নাম প্রাইমারি ব্যালটে উঠছে বলে জানিয়েছেন সাপ্তাহিক বাঙালীকে। প্রতিদ্ব›িদ্বতার ছাড়পত্র পাওয়ায় তিনি নিউইয়র্ক ক্যাম্পেইন ফাইন্যান্স বোর্ড থেকে ম্যাচিং ফান্ডও পেয়েছেন।
রুবাইয়া রহমান কাউন্সিল ডিস্ট্রিক্ট ২৩ থেকে মনোনয়ন চাচ্ছেন। এই ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত এলাকাগুলো হচ্ছে কুইন্সের বেলরোজ, কুইন্স ভিলেজ, হলিস, গেøন ওকস, ওকল্যান্ড গার্ডেন, ফ্রেশ মেডো এবং জ্যামাইকা এস্টেটের একাংশ।
রুবাইয়া রহমান বলেন, এই এলাকায় বিপুল সংখ্যক দক্ষিণ এশীয় ইমিগ্রান্ট বাস করেন। আমি প্রধানত টার্গেট করছি নারী ভোটারদের। আমাদের কম্যুনিটির নারী ভোটারদের এমপাওয়ার করে আমি তাদের পাশে দাঁড়াতে চাই।
রুবাইয়া রহমান বলেন, দীর্ঘদিন ধরেই আমি কম্যুনিটিতে নানা দাবি দিয়ে কাজ করে যাচ্ছি। নির্বাচিত হলে আমি ডিজ্যাবিলিটি রাইটকে আরো বিস্তৃত করতে চাই, তাদের পরিবারের পাশে দাঁড়াতে চাই, তাদের জন্য আরো সুযোগ সৃষ্টি করতে চাই।
উল্লেখ্য রুবাইয়া রহমান বাংলাদেশে থাকাকালে এডভোকেট ছিলেন। তিনি নিউ আমেরিকান উইমেন্স ফোরামের প্রেসিডেন্ট। তিনি নারীদের ক্ষমতায়নে এবং তাদের লিডারশিপ স্কিল তৈরির জন্য কাজ করে যাচ্ছেন। তার নিজস্ব প্রতিষ্ঠান অটিজম সোসাইটি হ্যাবিলিটেশন অর্গানাইজেশন বা সংক্ষেপে ‘আসো’ দক্ষিণ এশীয় কম্যুনিটিতে কাজ করে মূলধারায় প্রশংসিত হয়েছেন।
তিনি জানান, ঈদের পর থেকে তিনি মাঠে নামবেন নির্বাচনী প্রচারণায়। ঘরে ঘরে গিয়ে ভোটার রেজিস্ট্রেশন করাবেন।