রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নিউজিল্যান্ডকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা রাজধানীতে ৩৪ চোরাই মোবাইলসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার হোয়াটসঅ্যাপে স্লিপ গ্রহণ করবে হাইকোর্ট বেঞ্চ সাম্প্রদায়িক হামলা বন্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার, গ্রেপ্তারের নির্দেশ যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলের মধ্যেই চলছে লুটপাট, কারফিউ জারি অন্তঃসত্ত্বা সাংবাদিককেও হুমকির অভিযোগ টিউলিপের বিরুদ্ধে সিরিয়ায় আসাদের ‘বিশ্বস্ত’ কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ও সম্পাদক ফুয়াদ মাদুরোকে গ্রেপ্তারে আড়াই কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের পঞ্চগড়ে তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে, মৃদু শৈত্যপ্রবাহ
লড়াই অব্যাহত, কূটনীতিকদের খার্তুম থেকে সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র

লড়াই অব্যাহত, কূটনীতিকদের খার্তুম থেকে সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র

স্বদেশ ডেস্ক:

সুদানের রাজধানীতে সেনাবাহিনী এবং মিলিশিয়া বাহিনীর মধ্যে লড়াই অব্যাহত থাকার প্রেক্ষাপটে মার্কিন কূটনীতিকদের খার্তুম থেকে সরিয়ে নেয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। দূতাবাস ফাঁকা করা নিয়ে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল মার্ক মিলে ফোনে কথা বলেছেন সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের সাথে।

মিলের অফিস শুক্রবার এক বিবৃতিতে জানায়, ‘দুই নেতা আমেরিকানদের নিরাপত্তা এবং সুদানের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।’

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনও শুক্রবার বলেছেন, সুদানে মার্কিন দূতাবাস খালি করার বিষয়টি ভাবছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

দুই মার্কিন কর্মকর্তা বলেন, দূতাবাসের ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত হবে। তবে তা প্রকাশ্যে ঘোষণা দিয়ে হবে কিনা তা স্পষ্ট নয়।

ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হলেও রাজধানী খার্তুম ও দেশটির অনেক স্থানে সেনাবাহিনী এবং র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে লড়াই চলছে। অবশ্য রাতের দিকে কোনো কোনো এলাকায় যুদ্ধের গতি কিছুটা কমে আসে। তবে উভয় পক্ষই তাদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করে যাচ্ছে।

সূত্র : আল জাজিরা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877