স্বদেশ ডেস্ক:
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা মিরসরাই বিএনপির নেতাকর্মীদের ঈদ উপহার পাঠিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী। গতকাল বৃহস্পতিবার কারাগারে নেতাকর্মীদের জন্য উপহার পাঠানো হয়।
কারাগারে বন্দী নেতাকর্মীরা হলেন- বারইয়াহাট পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন হাজারী, ১৬ নম্বর সাহেরখালী বিএনপির সদস্য সচিব দিদারুল আলম মিলন, আবু ছিদ্দিক, আরিফুল ইসলাম, কবির বলি ও ১৩ মায়ানী বিএনপি নেতা কবির মাস্টারসহ ১৫ জন।
এ সময় শাহীদুল ইসলাম চৌধুরীর সঙ্গে ছিলেন মিরসরাই উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাঈনদ্দিন মাহমুদ, মায়ানী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর হোসেন, যুগ্ম আহ্বায়ক সামসুল হুদা খানসাব, যুবদল উত্তর জেলার যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ, খৈয়াছড়া বিএনপির সদস্য যুগ্ম আহ্বায়ক মাইনুল করিম সাজিদ, জাসাসের মিরসরাই উপজেলার সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, ১২ নম্বর খৈয়াছরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরোয়ার হোসেন জনি প্রমুখ।
এর আগে, মিরসরাইয়ের সাহেরখালী ইউনিয়নের ডোমখালী গ্রামে নিহত জসিম উদ্দিনের পরিবারকে দেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার। তারেক রহমানের পক্ষে এ উপহার পৌঁছে দেন জাতীয়, উত্তর জেলা, উপজেলাসহ পৌর বিএনপির নেতারা।