স্বদেশ ডেস্ক:
নেইমারকে দলে ফেরাতে বার্সেলোনা সর্বোচ্চ চেষ্টা করেছে কিনা- এ ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন কাতালান ক্লাবটির প্রাণভোমরা লিওনেল মেসি। এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ব্রাজিলীয়ান সুপারস্টারকে ক্লাবে ফিরিয়ে আনতে পিএসজি’র সাথে আলোচনায় বসে বার্সা। কিন্তু বার্সার প্রস্তাবে রাজী হয়নি পিএসজি। কয়েক দফা আলোচনার পর নেইমারকে পিএসজিতেই থেকে যেতে হয়।
এই ঘটনা নিয়ে এবার মুখ খুলেন মেসি। বলেন, ‘আমি খুব খুশি হতাম, যদি নেইমার ক্লাবে ফিরে আসতেন।’
তিনি আরো বলেন, ‘সত্যি বলতে, আমি জানি না নেইমারকে দলে ফেরাতে বার্সেলোনা সব চেষ্টা করেছে কিনা। তবে এটাও সত্য যে, পিএসজির সাথে সমোঝতা করা সহজ নয়।’
মেসি বলেন, ‘আমি কখনো নেইমারকে দলে ফেরানোর কথা বলিনি। শুধু নিজের মতামত জানিয়েছি।’
নেইমারকে দলে ফিরতে না পারায় হতাশ নয় মেসি। বলেন, ‘আমাদের বর্তমান দলটি খুব ভালো। নেইমারকে ছাড়াই আমরা ভালো করতে পারব।’
আর বার্সার তার নিজের থাকার ব্যাপারে মেসি বলেন, ‘এটা আমার বাড়ি। আমি এখান থেকে যেতে চাই। কিন্তু আমি জিততে চাই।’
উল্লেখ্য, চলতি মৌসুমে আটটি ম্যাচের মাত্র একটিতে জিতেছে বার্সেলোনা। তবে ইনজুরির কারণে একটি ম্যাচেও খেলতে পারেননি মেসি।