স্বদেশ ডেস্ক:
ভৌতিক ঘরানার সিনেমা ‘জ্বীন’। ঈদের এ সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা ও অভিনেতা নাদের চৌধুরী। যা নিয়ে ইতোমধ্যেই বাজি ধরেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। জাজের কর্ণধার আব্দুল আজিজ ঘোষণা দিয়েছেন, ‘জ্বীন’ সিনেমা একা দেখতে পারলেই ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
সেই বাজির পর্ব শেষ না হতেই জাজ আবারও নতুন সিনেমা নিয়ে বাজির ঘোষণা দিল। এবার বাজি রাখা হলো ‘পাপ’ সিনেমা নিয়ে। সৈকত নাসিরের পরিচালনায় এতে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও ইয়ামিন হক ববি। ইতোমধ্যেই কথা উঠেছে, অনেক দর্শকই নাকি সিনেমার ট্রেলার দেখে গল্প বুঝে গেছে! তাদের উদ্দেশ্যে জাজ এই বাজির ঘোষণা দেয়।
প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, ‘পাপ’ সিনেমার ট্রেলার ছাড়ার পর অনেকেই কমেন্ট করেছে, উনারা গল্প বুঝে গেছেন। এখনো বিভিন্ন পোস্টের কমেন্ট বক্সে দাবি করছেন, উনারা সম্পূর্ণ গল্প এখন বলতে পারবেন। আর এমন লোক সব সময় বিভিন্ন পেজে বা প্রোফাইলে দেখা যায়।
উনাদের উদ্দেশে বলছি, ২ মিনিট ৩৩ সেকেন্ডের ট্রেলার না, আপনাদের আমরা ২ ঘণ্টা সিনেমা দেখাব, বলতে পারবেন শেষ ১৩ মিনিট কি হবে? অ্যান্ড ক্লাইম্যাক্স কি হবে? পুলিশ কাকে সন্দেহ করবে? কাকে ধরবে শায়েদ হত্যার জন্য? কে সব কিছুর পেছনে মাস্টারমাইন্ড প্লানার? তা বলতে পারলেই পেয়ে যাবেন ২০ হাজার টাকা পুরস্কার। এই চ্যালেঞ্জের জন্য সর্বোচ্চ ২০০ জনকে নেওয়া হবে।’
১. সিনেমাটি স্টার সিনেপ্লেক্স বা যমুনা ব্লকবাস্টারে দেখানো হবে।
২. সিনেমা দেখানোর তারিখ ২১ এপ্রিল সন্ধ্যায়।
৩. উত্তর লেখার জন্য প্রত্যেকেই একটা কলম ও কাগজ দেওয়া হবে।
৪. প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে হলে প্রবেশের আগে ৩০০ টাকা জমা দিতে হবে।