রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ন

ছাত্রদলের সম্মেলন : বিতরণ করা হচ্ছে ছবিযুক্ত ভোটার কার্ড

ছাত্রদলের সম্মেলন : বিতরণ করা হচ্ছে ছবিযুক্ত ভোটার কার্ড

স্বদেশ ডেস্ক:

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ছাত্রদলের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে বিতরণ করা হচ্ছে কাউন্সিলর কার্ড।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় সংশ্লিষ্ট নেতারা ছবিযুক্ত ভোটার কার্ড বিতরণ করেন। উপস্থিত রয়েছেন বিএনপির কেন্দ্রীয় ও ছাত্রদলের কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত নেতা খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কামরুজ্জামান রতন, সুলতান সালাউদ্দিন টুকু, হাবিবুর রশিদ হাবিব, রাজীব আহসান, আকরামুল হাসান প্রমুখ।

সারাদেশের বিভিন্ন জেলা ও মহানগর শাখার কাউন্সিলররা স্বশরীরে এসে তাদের ভোটার কার্ড সংগ্রহ করছেন।

আগামী শনিবার ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নেতা নির্বাচিত করা হবে। সারা দেশে মোট ১১৭টি সাংগঠনিক শাখার শীর্ষ পাঁচজন নেতা ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে নানা কারণে কিছু ভোটার অনুপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877