রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:১৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ জেলা সমিতির ইফতার সম্পন্ন

নারায়ণগঞ্জ জেলা সমিতির ইফতার সম্পন্ন

স্বদেশ ডেস্ক:

ঐক্যের আহবানের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা সমিতি অব উত্তর আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। পবিত্র রমজান মাসে ৬ এপ্রিল বৃহস্পতিবার সৌহার্দ্য সম্প্রিতির এই আয়োজন করা হয়েছিল জ্যামাইকা হিলসাইডস্থ খলিল বিরিয়ানী হাউজ পার্টি হলে। মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ আব্দুল কাদের। মাহফিলে নারায়ণগঞ্জবাসীসহ প্রবাসের সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মজিবুর ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোস্তফা জামাল টিটু। উক্ত অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, নির্মল পাল, মোহাম্মদ মহসিন, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ। আরো বক্তব্য রাখেন দর্পণ কবির, হুমায়ুন কবির তুহিন, ডা.সান্তা পাল মনসুর আলী, বাবু প্রমুখ। বক্তারা ঈদের পর ঐক্যবদ্ধভাবে বনভোজন আয়োজন করারও কথা বলেন তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877