বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন

নিউইয়র্কে বঙ্গবীর ওসমানীর ১০১ তম জন্মবার্ষিকী উদযাপন

নিউইয়র্কে বঙ্গবীর ওসমানীর ১০১ তম জন্মবার্ষিকী উদযাপন

স্বদেশ রিপোর্ট ॥ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবীর ওসমানীর অবদান চিরস্মরণীয়।তিনি বাঙালি জাতির হৃদয়ে তাঁর ভূমিকার জন্যে চিরজাগ্রত থাকবেন। তিনি ছিলেন একজন খাঁটি দেশপ্রমিক ও গণতন্ত্র প্রেমিক সাদা মনের মানুষ। পাঠ্যপুস্তকে জেনারেল ওসমানীর জীবনী অর্ন্তভূক্ত এবং জাতীয় পর্যায়ে তাঁর যথাযথ মূল্যায়ণ ও মর্যাদা প্রদান সময়ের দাবি। গত ৮ সেপ্টেম্বর রোববার সন্ধ্যা আটটায় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে নিউইয়র্ক-এর সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্বদেশ ফোরাম আয়োজিত ছড়া-কবিতা পাঠ ও আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
স্বদেশ ফোরাম-এর সভাপতি মুক্তিযোদ্ধা-কবি অবিনাশ চন্দ্র আচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরীর পরিচালনা ও উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ,বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ, কেন্দ্রীয় পরিষদের প্রতিষ্ঠাতা এডভোকেট শেখ আখতার উল ইসলাম, বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র-এর সভাপতি নজমুল ইসলাম চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন-এর সাবেক সাধারণ সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলাল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র-এর কমান্ডার আব্দুল মুকিত চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ড. আবদুল বাতেন ও জালালাবাদ ল’ সোসাইটি ইউএসএ-এর সহ-সভাপতি এডভোকেট আব্দুল হাই কাইয়ূম। ছড়া-কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেনঃ বীর মুক্তিযোদ্ধা নূর-ই-আযম বাবু, কবি-সাংবাদিক সালেম সুলেরী, ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরী, কবি-লেখিকা কানিজ ফাতেমা, সমাজসেবী এম,মজুমদার, সমাজসেবী লিয়াকত আলী, সাবেক ছাত্রনেতা জাকির হোসেন বা”চু, কবি আবুল বাশার, ছড়াকার দেওয়ান নাসের রাজা, কবি ডাঃ এইচ এম ফখরুল ইসলাম, আবৃত্তিকার এম এ সাদেক, কবি ছালাবত জাং, সমাজসেবী কুতুব উদ্দিন, কবি প্রবীর আচার্য, সমাজসেবী রফিকুল ইসলাম, সমাজসেবী রজত কান্তি সী, এডভোকেট জুবাইর হুসাইন প্রমুখ। সভাশেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখে আপ্যায়িত করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877