স্বদেশ রিপোর্ট ॥ আটলান্টিক সিটিতে গত ১০ সেপ্টেম্বর, মংগলবার সন্ধ্যায় “শ্রীমদভাগবত পাঠ” অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছিল। আটলান্টিক সিটির একটি মন্দিরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ভারতের শ্রীধাম নবদ্বীপ থেকে আগত আন্তর্জাতিক শ্রী শ্রী হরিভক্তি প্রচারনী সভার প্রতিষ্ঠাতা, পাঠক সম্রাট নিত্যলীলা প্রবিষট প্রভুপাদ শ্রীল মদনগোপাল গোস্বামী মহোদয় এর সুযোগ্য সন্তান ভাগবত আচার্য পাঠক সম্রাট প্রভুপাদ শ্রীল নিত্যগোপাল গোস্বামী মহোদয় শ্রীমদভাগবত পাঠে অংশ নেন। বিপুল সংখ্যক প্রবাসী হিন্দু ধর্মাবলমবী এই দিন শ্রীমদভাগবত রসসুধা আস্বাদন করেন।তাঁদের অনেকেই এই ধরনের মহতী আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য অনুরোধ জানান। উল্লেখ্য, প্রভুপাদ শ্রীল নিত্যগোপাল গোস্বামী মহোদয় নিত্যানন্দ মহাপ্রভুর সুযোগ্য উওরাধিকার।তাঁর যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে এই অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছিল।