স্বদেশ রিপোর্ট ॥ নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন ছাতক সমিতি ইউএসএ ইনক্রে বর্ণিল অভিষেক। ম্যানহাটানের পলাশ রেষ্টুরেন্টে গত ৮ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় এ অভিষেক অনুষ্ঠিত হয়। সভায় নতুন কার্যকরী কমিটির কর্মকর্তরা শপথ নেন। ছাতক সমিতির সভাপতি মো: আবদুল খালেকের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ মাছুম নূরের পরিচালনায় এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ও বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন, সমিতির উপদেষ্টা ইকবাল আহমেদ মাহবুব ও আফতাব আলী, কাজী আবু বকর, সাবেক সভাপতি এস এম জলিল, সাবেক উপদেষ্টা আব্দুল মান্নান, সাবেক সাধারণ সস্পাদক মানিক আহমদ, সহ সভাপতি মানিকুজ্জামান ও আব্দুল আজিজ, সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি জোসেফ চৌধুরী, প্রিন্সিপাল ওয়াজি উল্লাহ, প্রথম আলোর রিপোর্টার আব্দুস শহীদ, আব্দুল কাইয়্যুম চৌধুরী, তাজুল ইসলাম, ফেরদৌস রহমান, জামিল আহমদ, ছাতক সমিতির মহিলা সম্পাদিকা করফুল বেগম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ছাতক উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল।
অনুষ্ঠানে প্রথমে নব নির্বাচিত সভাপতি মো: আবদুল খালেককে শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনার ইকবাল আহমেদ মাহবুব। পরে সভাপতি মো: আবদুল খালেক নব নির্বাচিত অন্যান্য কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান। এসময় নির্বাচন কমিশনারগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মইনুল ইসলাম, প্রাক্তন সেনা কর্মকর্তা চিত্ত রঞ্জন রায়, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, আলহাজ্ব আমির উদ্দীন, আব্দুন নূর মেম্বার, আব্দুল কাইয়্যুম, কবি আশরাফ হাসান, ইমতেয়াজ বেলাল, ওয়েলকেয়ারের মান্না মুনতাসির, ছাইদুল ইসলাম, ফয়সল আহমদ, কামাল উদ্দিন প্রমুখ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাছুম নূর। বিপুল সংখ্যক ছাতকবাসী এ অভিষেক অনুষ্ঠান উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে বক্তারা ছাতক সমিতির অর্জিত সাফল্যের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরে বলেন, বর্তমানে ২/৩ জন চিহ্নিত চক্রান্তকারী ঐতিহ্যবাহী এ সমিতিটিকে ভাঙ্গার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। ঐক্যবদ্ধভাবে এ সকল ষড়যন্ত্র নস্যাৎ করে সমিতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বক্তারা সাবেক কর্মকর্তাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে নতুন কমিটির কর্মকর্তাদের শুভেচ্ছা জানান। নতুন কর্মকর্তারা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে ছাতক সমিতির সুনাম অক্ষুন্ন রাখার জন্য ছাতকবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।