স্বদেশ ডেস্ক:
টঙ্গী স্টেশন রোড এলাকায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের একটি ক্রেন দোকানের ওপর পড়ে শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছে।
শনিবার বিকালে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
তিনি আরো জানান, বিকাল ৫টার দিকে প্রকল্পের জন্য মালামাল বহনকারী একটি বড় ক্রেন উল্টে রাস্তার পাশের দোকানে পড়ে গেলে পাঁচজন আহত হয়।
আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
তবে গুরুতর কোনো আঘাতের খবর পাওয়া যায়নি।
সূত্র : ইউএনবি