স্বদেশ ডেস্ক:
সমাজ থেকে বিচ্ছিন্ন, একাকিত্বে ভুগছেন—এমন একাকী তরুণ-তরুণীকে সমাজের মধ্যে পুনরায় অন্তর্ভুক্ত করতে নতুন পদক্ষেপ বেছে নিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির সরকার ওই তরুণ-তরুণীদের প্রতিমাসে অর্থ প্রদানের ব্যবস্থা করছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, দেশটির লিঙ্গ সমতা ও পরিবার মন্ত্রণালয় চলতি সপ্তাহে এমন একাকী-নিঃস্বদের প্রতি মাসে ৬ লাখ ৫০ হাজার কোরিয়ান ওন দেওয়ার ঘোষণা দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৫৩ হাজারের বেশি টাকা।
প্রতিবেদনে বলা হয়েছে, তাদের মনস্তাত্ত্বিক এবং মানসিক স্থিতিশীলতা এবং স্বাস্থ্যের বিকাশ সমর্থনে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ওই রিপোর্টে বলা হয়েছে, দেশটির প্রায় ৪০ শতাংশ লোক অল্প বয়সে আর্থিক সমস্যা, মানসিক অসুস্থতা, পারিবারিক সমস্যা বা স্বাস্থ্য চ্যালেঞ্জের মতো বিভিন্ন কারণের উল্লেখ করে নিজেকে সমাজ থেকে বিচ্ছিন্ন করা শুরু করে।