রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বেচ্ছাসেবক লীগের র‌্যালি থেকে ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় চরম তাপপ্রবাহ আসন্ন বিপদের ইঙ্গিত দ্বিতীয় ধাপে কোটিপতি প্রার্থী বেড়েছে ৩ গুণ, ঋণগ্রস্ত এক-চতুর্থাংশ: টিআইবি সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার শহীদ ২ দিনের রিমান্ডে ‘গ্লোবাল ডিসরাপ্টর্স’ তালিকায় দীপিকা, স্ত্রীর সাফল্যে উচ্ছ্বসিত রণবীর খরচ বাঁচাতে গিয়ে দেশের ক্ষতি করবেন না: প্রধানমন্ত্রী জেরুসালেম-রিয়াদের মধ্যে স্বাভাবিককরণ চুক্তির মধ্যস্থতায় সৌদি বাইডেনের সহযোগী ‘ইসরাইলকে ফিলিস্তিন থেকে বের করে দাও’ এসএমই মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ইরান ২ সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে!
রমজানে নতুন সাজে সেজেছে হ্যামট্রামিক সিটি

রমজানে নতুন সাজে সেজেছে হ্যামট্রামিক সিটি

স্বদেশ ডেস্ক:

মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র মাস রমজান উপলক্ষে নতুন সাজে সাজানো হয়েছে মিশিগান অঙ্গরাজ্যের বাংলাদেশি অধ্যুষিত হ্যামট্রামিক সিটির রাস্তা। এই শহরের কনান্ট ও জসেম্প কম্পের প্রত্যেকটি স্ট্রিট লাইটে বসানো হয়েছে ‘রামাদান মোবারক’ ব্যানার। এর পাশে লাগানো হয়েছে সোলার স্ট্রিং লাইট। মাসটির মহান বার্তা সবার মধ্যে ছড়িয়ে দিতে মুসলিম অধ্যুষিত হ্যামট্রামিক সিটিতে এমন আয়োজন করে এপিআইএ ভোট মিশিগান।

হ্যামট্রামেক সিটির কনান্ট রোডে গেলেই চোখে পড়ছে ছোট ছোট ব্যানারে ক্যানিফ থেকে কার্পেন্টার পর্যন্ত প্রত্যেক স্ট্রিট লাইটে ‘রামাদান মোবারক’ লেখা। তাছাড়া জসেম্প কম্পের পথজুড়ে রামাদানের ব্যানারের সঙ্গে আছে আলোকসজ্জা। ‘রামাদান মোবারক’ লেখা বড় বড় ব্যানার টানানো হয়েছে বিভিন্ন পয়েন্টে। সময়ের স্বল্পতার কারণে এবার ছোট পরিসরে সজ্জার আয়োজন করলেও সামনের বছর বড় পরিসরে আয়োজনের কথা জানিয়েছেন বাংলাদেশি আমেরিকান এপিআইয়ের নির্বাহী পরিচালক রেবেকা ইসলাম।

রামাদান সাজের অনুমোদন দেওয়ায় হ্যামট্রামেক সিটিকে ধন্যবাদ জানিয়ে রেবেকা ইসলাম বলেন, মুসলিমদের এমন পবিত্র মাসের ধারণা প্রতিবেশীদের জানাতেই এমন আয়োজন। সকল ধর্মের প্রতি সবার সম্মান প্রদর্শন দেখানো, সব সম্প্রদায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিন উদযাপন করা উচিত। এছাড়া পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে এপিআইএ ভোট মিশিগান।

গত ১৯শে মার্চ হ্যামট্রাম্যাক সিটিতে ৪৫০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করে এপিআইএ। এপিআই ভোট মিশিগান মূলত এখানকার অভিবাসী নাগরিকদের অধিকার, নির্বাচন কার্যক্রমে অংশগ্রহণ, বিভিন্ন মাধ্যমে ভোটার রেজিস্ট্রেশন, কমিউনিটির স্বাস্থ্য সুরক্ষা, এশিয়ান কমিউনিটির কল্যাণে বিভিন্ন কাজ করে থাকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877