স্বদেশ ডেস্ক:
তিন সপ্তাহের গোপনীয়তার অবসান ঘটিয়ে মেয়র এরিক অ্যাডামস নিউ ইয়র্ক সিটির নতুন ‘ইঁদুর স¤্রাজ্ঞী’ হিসেবে ক্যাথলিন কোরাডির নাম ঘোষণা করেছেন। শিক্ষা বিভাগের এই কর্মী নিউ ইয়র্ক সিটিকে ইঁদুরের উৎপাত থেকে রক্ষা করার জন্য যে ব্যাপক ভূমিকা পালন করছেন, তারই স্বীকৃতি দিলেন মেয়র।
কোরাডি ব্রুকলিন, ম্যানহাটন ও ব্রনস্কের শিক্ষা বিভাগের ১২০টি ভবনকে ইঁদুরের উৎপাত থেকে রক্ষা করার জন্য প্রশংসনীয় অবদান রেখেছেন।
তার প্রয়াসের ফলে ইঁদুর উৎপাত সংশ্লিষ্ট ভবনগুলোতে সহনীয় মাত্রায় রয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, তিনি ইঁদুরের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য বিজ্ঞানভিত্তিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছেন। তিনি যা করেছেন তা হলো ইঁদুরের টিকে থাকার জন্য প্রয়োজনীয় খাবার, পানি ও আশ্রয়ের ব্যবস্থা বন্ধ করার চেষ্টা করেছেন।
নিউ ইয়র্ক সিটি মেয়র জানিয়েছেন, তিনি এ ব্যাপারে সরাসারি কোরাডির সাথে কথা বলবেন। উল্লেখ্য, ইঁদুরের উৎপাত বন্ধ করার জন্য তিনি ৩.৫ মিলিয়ন ডলার বিনিয়োগের কথাও ঘোষণা করেছেন।
তিনি ক্যারোডির নিয়োগ প্রসঙ্গে বলেন, ইঁদুর হলো গণশত্রু। আমাদের এখন এমন একজনের প্রয়োজন, যিনি নিউ ইয়র্ক সিটির পাঁচটি বরার সবখানেই একাগ্রচিত্তে কাজ করতে পারবেন।
নতুন ইঁদুর স¤্রাজ্ঞীর পরিচয় নগর কর্তৃপক্ষ অত্যন্ত গোপনীয়তায় রেখেছিল। অত্যন্ত লোভনীয় এই চাকরিটি কে পেতে যাচ্ছেন, তা নগর কর্তৃপক্ষের শীর্ষস্থানীয় কর্মকর্তারাও জানতে পারেননি।
অ্যাডামস প্রশাসন ইঁদুর স¤্রাট বা স¤্রাজী পদের জন্য গত বছরের শেষ দিকে বিজ্ঞাপন প্রচার করে। এর জন্য বেতন ধরা হয় এক লাখ ২০ হাজার থেকে এক লাখ ৭০ হাজার ডলার।
ওই পদের জন্য নগর কর্তৃপক্ষ নয় শতাধিক আবেদন পায়।