স্বদেশ ডেস্ক:
মার্কিন গোপন সামরিক নথি ফাঁস করার সাথে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রে ২১ বছর বয়স্ক এক তরুণকে গ্রেফতার করার কথা জানিয়েছে দেশটির বিচার বিভাগ।
মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বৃহস্পতিবার জানান, জ্যাক টেক্সাইরাকে গোপন জাতীয় প্রতিরক্ষা তথ্যের ‘কথিত ক্ষমতাবহির্ভূত অপসারণ, ধারণ করা এবং প্রচার করার’ অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
তিনি সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে বলেন, ‘টেক্সিইরা মার্কিন বিমানবাহিনীর ন্যাশনাল গার্ড হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কোনো দুর্ঘটনা ছাড়াই আজ বিকেলে এফবিআই তাকে হেফাজতে নিয়েছে।’
পেন্টাগনের গোপন সামরিক নথিগুলো অনলাইনে প্রকাশ করা হয়। এসব দলিল প্রকাশের ফলে সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়।
প্রকাশিত নথিতে ইউক্রেন যুদ্ধে মার্কিন সামরিক মূল্যায়ন, ইসরাইল ও দক্ষিণ কোরিয়াসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ মিত্রদের অবস্থান প্রকাশিত হয়।
সর্বশেষ যেসব নথি ফাঁস হয়, তার একটিতে ইঙ্গিত দেয়া হয় যে যুক্তরাষ্ট্র জাতিসঙ্ঘ প্রধান অ্যান্টোনিও গুটারেসের ওপর নজরদারি করছে। কারণ, ইউক্রেন হামলার পর তাকে রাশিয়ার ব্যাপারে নমনীয় দেখা যাচ্ছে।
সূত্র : আল জাজিরা, সিএনএন ও অন্যান্য