স্বদেশ ডেস্ক:
ঈদে মুক্তি পাবে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা প্রচারণা। তারই অংশ হিসেবে গতকাল বুধবার সন্ধ্যায় প্রকাশ হয়েছে সিনেমার একটি গান ‘কথা আছে’।
এই গানটি র্যাপ ধাঁচের। আর এ ধরনের গানে এবারই প্রথম দেখা গেল শাকিব খানকে। আর সে কারণে শাকিব ভক্তদের মধ্যে মূহুর্তের গানটি ছড়িয়ে পড়ে। র্যাপ ধাঁচের ‘কথা আছে’ গানটি গেয়েছেন ‘গাল্লি বয়’খ্যাত সংগীতশিল্পী তবীব মাহমুদ। পাশাপাশি এর কথাও লিখেছেন তিনি। সংগীতায়োজন করেছেন শুভ্র রাহা। কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান।
‘লিডার আমিই বাংলাদেশ’ পরিচালনা করেছেন তপু খান। এ নাট্যনির্মাতার এটি প্রথম সিনেমা। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত সিনেমাটি গত বছরের ২৬ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পায়।