রবিবার, ০৫ মে ২০২৪, ১২:৪৫ অপরাহ্ন

মুক্ত হয়ে আকাশে ডানা মেলল ১০টি ঘুঘু পাখি

মুক্ত হয়ে আকাশে ডানা মেলল ১০টি ঘুঘু পাখি

স্বদেশ ডেস্ক:

ভোলায় অভিযান চালিয়ে ১০টি দেশি ঘুঘুপাখি উদ্ধারের পর অবমুক্ত করেছে উপকূলীয় বন বিভাগ ভোলা। সোমবার দুপুরে জেলা বন বিভাগ কার্যালয়ের সামনে পাখিগুলো অবমুক্ত করা হয়। এ সময় পাখি‌ বিক্রেতা মো. হারুনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

বন বিভাগ সূত্র জানায়, ভোলার ভেদুরিয়া ফেরিঘাট এলাকা থেকে এনে এক ব্যাক্তি দেশিয় ঘুঘু পাখি বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে সদর উপজেলা শহরের মহিলা কলেজ এলাকায় অভিযান চালায় বন বিভাগ।

এ সময় মো. হারুন নামে এক ব্যক্তির ভ্যান গাড়িতে একটি খাঁচায় আটকে রাখা ১০টি ঘুঘুপাখি জব্দ করা হয়। এছাড়া বনের দেশিয় পাখি শিকার অথবা বিক্রি করবেন না এমন মুচলেকা দিলে মো. হারুনকে ছেড়ে দেয়া হয়। উদ্ধার হওয়া পাখিগুলো আজ সোমবার দুপুরে জেলা বন বিভাগ কার্যালয়ের সামনে অবমুক্ত করা হয়।

ভোলা বন বিভাগের বন্যপ্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, দেশিয় জাতের ঘুঘু পাখি এখন খুব একটা দেখা যায় না। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ পাখি সংরক্ষণ খুবই জরুরি। পাখি শিকারিদের উৎপাত বন্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877