রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ন

ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

স্বদেশ ডেস্ক:

ফরিদপুরের বোয়ালমারীতে ৩২ পিস ইয়াবাসহ জেলা ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের মহিশালা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জেলা ছাত্রলীগের নেতা আশরাফুজ্জামন জোহা ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধুপাডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক এবং একজন চিহ্নিত মাদক বিক্রেতা বলে জানায় পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৮ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে এসআই বাবুলের নেতৃত্বে উপজেলার সাতৈর ইউনিয়নের মহিশালা ব্রিজ এলাকা থেকে মাদকদ্রব্য বহনকারী একটি মোটরসাইকেলসহ তাকে আটক করে বোয়ালমারী থানা পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ‘তিনি একজন চিহ্নিত মাদক বিক্রেতা। ২০১৮ সালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাকে মাদকসহ গ্রেপ্তার করে। তার এ ব্যবসার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877