স্বদেশ ডেস্ক:
‘এই সিনেমাটার সঙ্গে অনেক আবেগ ভালোবাসা জড়িয়ে আছে। এর কাজ যখন করি তখন আমি প্রেগন্যান্ট। তিন মাস শেষ হয়ে চার মাসে পড়েছে। ওই সময় খাওয়া দাওয়ার পর বমি বমি ভাবটা বেশি আসে। এই সিনেমাতে খাবার দৃশ্য আছে। তাছাড়া শুটিংয়ের বাইরে খাওয়া-দাওয়া করার পরেই আমার বমি হতো। সবাই যখন শুটিং নিয়ে ব্যস্ত থাকত, তখন আমি আড়ালে গিয়ে বমি করতাম। বিষয়টি আমার পরিচালকের নজরে আসে। তখন উনি আমার সুবিধা-অসুবিধাগুলো বুঝে পরে শুটিং করতেন। এমন হাজারো স্মৃতি জড়িয়ে আছে সিনেমাটি ঘিরে।’
‘মা’ সিনেমার মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন হালের জনপ্রিয় চিত্র নায়িকা পরীমনি।
সংবাদ সম্মেলনে পরী আরও বলেন, ‘এই জার্নিটা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে আমার। ‘মা’ যখন শুটিং করি, তখন চার মাসের রাজ্য (পরীর পুত্র) আমার পেটে ছিল। আর সিনেমাটি যখন মুক্তি পাবে, তখন ও আমার কোলে থাকবে। এটা যে কতটা আনন্দের অনুভূতি, বোঝানো যাবে না।’
এই সিনেমার গল্প মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। সাজিয়ে-গুছিয়ে তা সিনেমা আকারে পর্দায় তুলে এনেছেন নির্মাতা। সেই মায়ের ভূমিকায় পরীমনি।
মা সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেনসহ অনেকে।