স্বদেশ ডেস্ক:
টলিউড অভিনেত্রী অঞ্জনা বসু। ছবির পাশাপাশি ব্যস্ত থাকেন সিরিয়ালে অভিনয় নিয়েও। কয়েক দিন আগে মুক্তি পেয়েছে অঞ্জনা অভিনীত ‘দিলখুশ’ ছবি। ‘পিলু’ সিরিয়ালে মণিমার চরিত্রেও দর্শকের মন জয় করেছেন তিনি। সিনেমা ও সিরিয়ালে কাজ করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অঞ্জনা। অসুস্থতা কাটিয়ে ফের ফিরেছেন অভিনয়ে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনকে অঞ্জনা বলেন, ‘আমার দুই বার কোভিড হয়েছে। দ্বিতীয় বার কোভিডের সঙ্গে তো ডেঙ্গুও হয়েছিল। আমার ফুসফুস, কিড্নি সবটাই নষ্ট হয়ে গিয়েছে। আগে সুগার ছিল না। সেই রোগও ধরে গিয়েছে। আমার জরায়ুতে একটা বিশাল আকারের টিউমার ছিল। সেটাও অপারেশন করতে হয়েছিল। আমার বাঁচার আশা ছিল না। ফিরে এসেছি। আবার পুরোনো জীবনে ফিরছি, সেটাই অনেক।’