রবিবার, ০৫ মে ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
এবার হজ ক্যাম্পেই মিলবে বোর্ডিং কার্ড

এবার হজ ক্যাম্পেই মিলবে বোর্ডিং কার্ড

স্বদেশ ডেস্ক:

চলতি বছরে রাজধানীর আশকোনা হজ অফিস থেকেই হজযাত্রীদের বোর্ডিং কার্ড দেওয়া হবে। এর ফলে বিমানবন্দরে আর হজযাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। আজ শুক্রবার বিমান ও আশকোনা হজ ক্যাম্প সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরবে পবিত্র হজ পালনের অনুমতি পেয়েছেন। এরমধ্যে বেসরকারিভাবে যাচ্ছেন এক লাখ ১২ হাজার ১৯৮ জন। বাকিরা যাবেন সরকারি ব্যবস্থাপনায়। সরকারি ব্যবস্থাপনায় এরই মধ্যে সৌদি আরবে হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে।

এ বছর হজযাত্রীদের মধ্যে ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাকি হজযাত্রীর ভ্রমণ হবে সৌদি এয়ারলাইনসে। আগামী ২১ মে ভোর পৌনে ৪টায় প্রথম হজ ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। চলতি বছর প্রাক-হজ ফ্লাইটে ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বিমান। আগামী ২২ জুন বিমানের হজ ফ্লাইট শেষ হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877