সোমবার, ২০ মে ২০২৪, ০৭:৫৩ পূর্বাহ্ন

প্রতিপক্ষ আয়ারল্যান্ড, আজ মাঠে নামছে বাংলাদেশ

প্রতিপক্ষ আয়ারল্যান্ড, আজ মাঠে নামছে বাংলাদেশ

স্বদেশ ডেস্ক:

আজ আরো একবার মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ সময়ের পরিচিত প্রতিপক্ষ আয়ারল্যান্ড। পরিচিত প্রতিপক্ষ হলেও এবার আর সুপরিচিত কোনো ফরম্যাটে নয়, টেস্ট খেলতে নামছে দুই দল। প্রথমবারের মতো সাদা পোশাকের ক্রিকেটে মুখোমুখি হবে তারা।

সিরিজের একমাত্র টেস্ট খেলতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে আয়ারল্যান্ড। মিরপুর শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল, খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

বছর পাঁচেক হলো টেস্ট খেলুড়ে দেশের স্বীকৃতি পেয়েছে আয়ারল্যান্ড। তবে এই সময়ে মাত্র তিনটি টেস্ট খেলেছে তারা, হারের মুখ দেখতে হয়েছে সবক’টি ম্যাচেই। সর্বশেষ টেস্ট খেলেছিল আইরিশরা ২০১৯ সালের জুলাইয়ে। অর্থাৎ গত চার বছরে কোনো টেস্টই খেলেনি আয়ারল্যান্ড।

বিপরীতে বাংলাদেশ টেস্ট খেলেনি গত চার মাসে, অর্থাৎ ২০২২ সালে ভারতের বিপক্ষে সাদা পোশাকে মাঠে নামার পর আর সাদা পোশাক গায়ে চাপানো হয়নি টাইগারদের। আর সর্বশেষ জয়ের স্বাদ পাওয়ারও বছর পেড়িয়ে গেছে।

২০২২ সালে ১০টি টেস্ট খেলেছিল টাইগাররা৷ বছরের শুরুর দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতেই পাওয়া ঐতিহাসিক সেই জয় ছাড়া যেখানে বলার মতো কিছুই নেই বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে একটা ম্যাচ ড্র করা বাদে হেরেছে বাকি সাতটি ম্যাচেই।

পূর্ণ শক্তির দল নিয়েই আইরিশদের কপোকাত করার ইচ্ছে ছিল বিসিবি’র। সেমতে দলও ঘোষণা করে নির্বাচকরা। তবে ম্যাচ শুরুর আগের দিনই জোড়া দুঃসংবাদ এসেছে টাইগার শিবিরে। চোটের কারণে তাসকিন আহমেদ ও ছেলের অসুস্থতার কারণে তামিম ইকবাল ছুটে গেছেন দল থেকে৷

দীর্ঘদিনের জয় খরা দূর করতেই মাঠে নামবে বাংলাদেশ দল। বিপরীতে আইরিশদের লক্ষ্য সাদা পোষাকের ক্রিকেটে প্রথম জয়। দেখা যাক কী হয়, তবে জমজমাট একটা ম্যাচ দেখার প্রত্যাশা সমর্থকদের।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877