স্বদেশ ডেস্ক:
অধিকৃত ফিলিস্তিনের পূর্ব জেরুসালেমে শুক্রবার আল-আকসা মসজিদের গেটে এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। তার পরিচয় জানা যায়নি। তবে বয়স ২৬ বছর। তিনি ইসরাইলের দক্ষিণের নাকাব অঞ্চলের বাসিন্দা ছিলেন।
স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায়, নিহত যুবক ইসরাইলি বাহিনীর সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিল। কারণ একজন নারী মসজিদে প্রবেশ করতে গেলে ইসরাইলি বাহিনী বাধা দিচ্ছিল। এক পর্যায়ে তারা ওই নারীকে লাঞ্ছিত করার সময় যুবকের সাথে তর্কাতর্কি শুরু হয়।
ইসরাইলি পুলিশ শনিবার এক বিবৃতিতে জানায়, ওই যুবক একজন কর্মকর্তার কাছ থেকে বন্দুক কেড়ে নেয়ার চেষ্টা করলে গুলি করে হত্যা করা হয়।
বিস্তারিত কিছু উল্লেখ না করে পুলিশের ওই বিবৃতিতে বলা হয়, ‘সন্দেহভাজন ব্যক্তিকে ঘটনাস্থলেই হত্যা করা হয় এবং এ সময় সেখানে আমাদের বাহিনীর কেউ হতাহত হয়নি।’
পথচারীরা জানান, তারা এক মিনিটে ২০টির মতো গুলির শব্দ শুনেছেন। পরে তারা এক যুবককে রাস্তায় পড়ে থাকতে দেখেন।
সূত্র : মিডলইস্ট আই