স্বদেশ ডেস্ক:
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজানের শুরুতে মানুষ হুমড়ি খেয়ে বাজার কেনে তাই কিছুটা বাজার ঊর্ধ্বগতি হয়, তবে তা ক্রমান্বয়ে কমে এসেছে। দাম কমায় ভারত থেকে পেঁয়াজ আমদানি শিথিল করা হয়েছে, যাতে কৃষকরা মূল্য পায়।
শুক্রবার জুমার নামাজের পর রংপুর মহানগরীর সেন্টার রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী আরো বলেন, আন্তর্জাতিক বাজারের তুলনায় আমাদের বাজারব্যবস্থা খারাপ নয়, অন্যান্য বছরের তুলনায় এবারের দাম ভালো পর্যায়ে আছে।
তিনি বলেন, ভুটানের সাথে ট্রান্সপোর্ট প্রটোকল এগ্রিমেন্ট হয়েছে। পণ্য-আমদানি ও রফতানি করা যাবে এবং মে মাসেই হাইড্রোপাওয়ার নিয়ে এগ্রিমেন্ট হবে।
এর আগে ঢাকা থেকে বিমানযোগে দুই দিনের সফরে রংপুর আসেন তিনি। রংপুর মহানগরী ছাড়াও তার নির্বাচনী এলাকা কাউনিয়া পীরগাছায় বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মসূচিতে অংশ নেবেন তিনি।