বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৪:১৮ অপরাহ্ন

নিউইয়র্কে ১৫ সেপ্টেম্বর নোবেলের একক সঙ্গীতানুষ্ঠান

নিউইয়র্কে ১৫ সেপ্টেম্বর নোবেলের একক সঙ্গীতানুষ্ঠান

স্বদেশ রিপোর্ট:

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের স্থানীয় বেলজিনো পার্টি হলে আগামী ১৫ সেপ্টেম্বর ‘সা রে গা মা পা’র দ্বিতীয় রানারআপ বিজয়ী মাঈনুল আহসান নোবেলের একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হবে।

গত মঙ্গলবার নিউইয়র্কের খাবার বাড়ি রেস্টুরেন্টের পালকি পার্টি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান, শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। তিনি বলেন, সন্ধ্যা ৭ টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান। আইয়ুব বাচ্চু এবং জেমসের পর নোবেলই সংগীত ইন্ড্রাস্ট্রি তুলে ধরতে পারেন বলেও, জানান তিনি।

এসময় বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে গত কয়েকদিন ধরে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে চলা, আলোচনা-সমালোচনার জবাব দেন সংগীতশিল্পী নোবেল। বলেন, জেমসের ‘আমার সোনার বাংলা ‘ গানটা জাতীয় সংগীত হওয়া উচিত, এমন কথা বলেননি তিনি। তারপরও বিভ্রান্তির জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

‘সা রে গা মা পা’তে অংশ নিয়ে দুই বাংলার মানুষের মন জয় করেছেন বাংলাদেশের ছেলে মাঈনুল আহসান নোবেল। দর্শক ভোটে বার বার সেরা হওয়ার পাশাপাশি, বিচারকদের কাছ থেকে পেয়েছেন প্রশংসা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877