রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৬ অপরাহ্ন

মিস ওয়ার্ল্ডের ৬৯তম আসর বসছে লন্ডনে

মিস ওয়ার্ল্ডের ৬৯তম আসর বসছে লন্ডনে

স্বদেশ রিপোর্ট: মিস ওয়ার্ল্ডের ৬৯ তম আসর বসছে এবার লন্ডনে। যার চূড়ান্ত পর্ব হবে আগামী ১৪ ডিসেম্বর। বিশ্ব দেখবে এ বছরের সেরা সুন্দরীকে।
বাংলাদেশ থেকে এবারের আসরে প্রতিনিধিত্ব করবে অমিকন এন্টারটেইনমেন্ট। এখন পর্যন্ত ৬৯টি দেশ মিস ওয়ার্ল্ডের জন্য তাদের প্রতিনিধি চূড়ান্ত করেছে।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকালে রাজধানীর ডেইলি স্টার ভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এমনটাই জানায় আয়োজক প্রতিষ্ঠান। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর নিবন্ধন চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর শুরু হবে অডিশন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877