স্বদেশ ডেস্ক:
বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া বাজারের অর্ধশতাধিক দোকান ও বসতঘরে আগুন লেগেছে।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ২ ইউনিট, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি।
থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বাজারের অর্ধশতাধিক দোকান ও বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।