স্বদেশ ডেস্ক:
জাতীয় পার্টির ভেতরকার কোন্দল নিয়ে সমঝোতা হয়েছে। সে অনুযায়ী পার্টির চেয়ারম্যান থাকছেন প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই জিএম কাদের। বিরোধী দলীয় নেত্রী হিসেবে সংসদে থাকবেন রওশন এরশাদ। রংপুর-৩ আসনে দলীয় প্রার্থী হলেন সাদ এরশাদ।
শনিবার রাতে রাজধানীর বারিধারা ক্লাবে এ সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মধ্যস্থতা করেন দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ এসএম ফয়সল চিশতী বিষয়টি নিশ্চিত করেছেন।
চিশতী বলেন, গতকাল রাতে জাতীয় পার্টির চেয়ারম্যান কে হবে তা এক সমঝোতা বৈঠকে নিশ্চিত হয়েছে। পার্টির চেয়ারম্যান থাকছেন জিএম কাদের। প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন বিরোধী দলীয় নেত্রী হিসেবে সংসদে থাকবেন। বাবার আসনে (রংপুর-৩) প্রার্থী হয়েছেন সাদ এরশাদ।