মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন

জামান পার্ক অপারেশনে জড়িত পুলিশ অফিসারদের বিরুদ্ধে এফআইআর করা হবে : পিটিআই

জামান পার্ক অপারেশনে জড়িত পুলিশ অফিসারদের বিরুদ্ধে এফআইআর করা হবে : পিটিআই

স্বদেশ ডেস্ক:

জামান পার্ক অপারেশনে জড়িত পুলিশ অফিসারদের বিরুদ্ধে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) করা হবে বলে জানিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

রোববার দলটির আইনজীবীদের এক বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন পিটিআই সিনিয়র নেতা ফুয়াদ চৌধুরী।

তিনি জানান, ‘আদালতের আদেশ লঙ্ঘন করা ক্ষমার অযোগ্য অপরাধ। আজ রোববার আইনজীবীদের একটি বৈঠক ডাকা হয়েছে। যে পুলিশ অফিসাররা এ বেআইনি অভিযান ও সহিংসতায় জড়িত ছিল, তাদের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে।’

তিনি বলেন, ‘পুলিশ লাহোর হাইকোর্টের আদেশকে উপক্ষো করে ইমরান খানের বাসভবনে অভিযান চালিয়েছে। এ সময় তারা নিরপরাধ লোকজনের ওপর হামলা করেছে। এটা পাকিস্তানে আইনি সঙ্কটের প্রমাণ বহন করে।’

উল্লেখ্য, তোশাখানার মামলায় আদালতের শুনানিতে অংশ নিতে ইসলামাবাদ যাচ্ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। জামান পার্কের বাসভবন থেকে তিনি বের হতেই পুলিশ সেখানে অভিযান শুরু করে।

এ সময় সেখানে থাকা পিটিআই নেতাকর্মীদের ওপর পুলিশ পেট্রোল বোমা ও পাথর নিক্ষেপ শুরু করে। এতে কয়েকজন গুরুতর আহত হয়। এরপর তারা ক্রেনের সাহায্যে গেট ভেঙে ফেলে।

সূত্র : জিও নিউজ, দ্য নিউজ ও অন্যান্য

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877