শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৪:২১ পূর্বাহ্ন

হাতে ও গলায় শিকল বেঁধে আবারো অনশনে বগুড়ার রুমেল

হাতে ও গলায় শিকল বেঁধে আবারো অনশনে বগুড়ার রুমেল

স্বদেশ ডেস্ক:

বগুড়া শহিদ চান্দু স্টেডিয়ামে আইসিসি ভেন্যু পুনর্বহাল ও বিসিবি থেকে ক্রীড়া পরিষদে হস্তান্তরের প্রতিবাদে হাতে-গলায় শিকল বেঁধে কাফনের কাপড় পরে দ্বিতীয় দফা অনশন শুরু করেছেন ক্রিকেটার হুমায়ুন আহম্মেদ রুমেল।

রোববার (১৯ মার্চ) সকাল ১১টার দিকে শহরের সাতমাথায় এই অনশন শুরু করেন তিনি।

হুমায়ন বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের ছেলে।

হুমায়ন আহম্মেদ রুমেল জানান, জেলা ক্রীড়া সংস্থার আশ্বাসে ১৮ মার্চ পর্যন্ত অনশন স্থগিত ঘোষণা করেছিলাম। এর মধ্যে ইতিবাচক কোনো সিদ্ধান্ত না আশায় আবারো অনশন শুরু করেছি। বগুড়া থেকে দাবি আদায় না হলে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে আমরণ অনশন করবো। আমার দাবি কারো পক্ষে বা বিপক্ষে নয়, বরং বগুড়ার মানুষের যৌক্তিক দাবি।

এর আগে তিনি ৫ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত প্রায় ৮০ ঘণ্টা কাফনের কাপড় পরে অমরণ অনশন করেছিলেন রুমেল। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আশ্বাসে তিনি ১৮ মার্চ পর্যন্ত অনশন স্থগিত করেছিলেন।

গত ২ মার্চ জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি পাঠিয়ে শহীদ চান্দু স্টেডিয়াম থেকে নিজেদের সবরকম কার্যক্রম গুটিয়ে নেয় বিসিবি। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অসহযোগিতার অভিযোগ এনে ১৭ কর্মকর্তা ও কর্মচারীকে ক্লোজ করে সব মালামাল ঢাকায় নিয়ে যায় বিসিবি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877