শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ইমরান খানের বাসভবন থেকে অস্ত্র উদ্ধারের দাবি পাঞ্জাব পুলিশের

ইমরান খানের বাসভবন থেকে অস্ত্র উদ্ধারের দাবি পাঞ্জাব পুলিশের

স্বদেশ ডেস্ক:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের জামান পার্কের বাসভবন থেকে অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধারের দাবি করেছে পাঞ্জাব পুলিশ।

শনিবার জামান পার্ক অপারেশন শেষে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন পাঞ্জাবের ইন্সপেক্টর জেনারেল (আইজি) ডা. উসমান আনওয়ার।

অপারেশনে উদ্ধার করা অস্ত্র ও পেট্রোল বোমা দেখিয়ে আইজি বলেন, আমরা এসব ইমরান খানের বাসা থেকেই উদ্ধার করেছি। আমরা জামান পার্কে অস্ত্র বানানোর ওই স্থানও দেখেছি।

তিনি আরো বলেন, আমরা কিছু অস্ত্র উদ্ধার করেছি। সেখানে আরো অস্ত্র রয়েছে।

উল্লেখ্য, তোশাখানার মামলায় আদালতের শুনানিতে অংশ নিতে ইসলামাবাদ যাচ্ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। জামান পার্কের বাসভবন থেকে তিনি বের হতেই পুলিশ সেখানে অভিযান শুরু করে।

এ সময় সেখানে থাকা পিটিআই নেতাকর্মীদের ওপর পুলিশ পেট্রোল বোমা ও পাথর নিক্ষেপ শুরু করে। এতে কয়েকজন গুরুতর আহত হয়। এরপর তারা ক্রেনের সাহায্যে গেট ভেঙে ফেলে।

সূত্র : ডন, জিও নিউজ ও অন্যান্য

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877