স্পোর্টস ডেস্ক:
সেরেনা উইলিয়ামসের স্বপ্ন ভেঙে ইউএস ওপেনে নারী এককের শিরোপা জিতলেন ১৯ বছর বয়সী তরুণী বিয়ানকা আন্দ্রেসকু। ৩৭ বছর বয়সী সেরেনাকে হারিয়েছেন তিনি ৬-৩,৭-৫ গেমে। এই প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন বিয়ানকা। ইউএস ওপেন পেল টেনিসের নতুন রানিকে।
সেরেনাকে ২৪ তম গ্র্যান্ড স্ল্যাম জিততে দিলেন না বিয়ানকা। ৬টি ইউএস ওপেন জয়ী সেরেনা। অবশ্য সর্বশেষটি জিতেছেন ২০১৪ সালে। কানাডার ১৫তম বাছাই বিয়ানকা জয়ের পর বলেন, ‘ এই বছরে আমার স্বপ্ন পূরণ হলো।’
২০১৭ সালে প্রথম গ্র্যান্ড স্লামে খেলেছেন বিয়ানকা। এবারই প্রথমবারের মত গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে বাজিমাত করলেন তিনি।