স্বদেশ ডেস্ক:
গাজীপুরে সংবাদ সম্মেলন ডেকেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আগামীকাল শনিবার ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ সংলগ্ন সনি রাজ কার প্যালেসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
মাহিয়া মাহি স্বামীর সঙ্গে পবিত্র ওমরা পালনের জন্য বর্তমানে সৌদি আরব অবস্থান করছেন। আগামীকাল শনিবার তাদের দেশে ফেরার কথা রয়েছে।
সৌদি আরব থেকে মোবাইল ফোনে মাহি বলেন, ‘ইনশাআল্লাহ আগামীকাল শনিবার বিকেল ৫টায় প্রেস কনফারেন্স করব। আমার সমস্ত পরিচিত এবং এখনো পরিচয় হয়নি এমন সব সাংবাদিক ভাই-বোনদের প্রেস কনফারেন্সে আসার বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রেস কনফারেন্সে গুরুত্বপূর্ণ অনেক বিষয় তুলে ধরব।’
আজ শুক্রবার ভোর ৫টার দিকে মাহির স্বামী গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রকিব সরকারের গাড়ির শোরুম ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গাজীপুর মহানগরীর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে সনিরাজ কার প্যালেসে এ ঘটনা ঘটে। ভাঙচুরের ঘটনা নিয়ে তিনি সংবাদ সম্মেলন ডেকেছেন।