শনিবার, ০৪ মে ২০২৪, ১১:২৪ অপরাহ্ন

আগামী সপ্তাহে মস্কো যাচ্ছেন শি জিনপিং

আগামী সপ্তাহে মস্কো যাচ্ছেন শি জিনপিং

স্বদেশ ডেস্ক:

আগামী সপ্তাহে মস্কো যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এ সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তৃতীয়বারের মতো বৈঠক করবেন।

শুক্রবার (১৭ মার্চ) দু’দেশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু পাশাপাশি ইউক্রেনে শান্তি ফেরানোর বিষয়েও আলোচনা হতে পারে।

গত মাসে চীন ইউক্রেন সঙ্কট নিরসনে ১২ দফার একটি শান্তি প্রস্তাব দিয়েছিল। সেখানে বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং রাশিয়া ও ইউক্রেনকে পরস্পরের সার্বভৌমত্বকে সম্মানের আহ্বান জানানো হয়।

তবে চীনের এ শান্তি প্রস্তাবে আস্থা রাখতে পারছে না যুক্তরাষ্ট্র ও ন্যাটো। তারা বলছে, মধ্যস্থতাকারী হিসেবে বেইজিংয়ের প্রচেষ্টা বিশ্বাসযোগ্য নয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন বলেছেন, ‘শি রাশিয়া যাচ্ছেন। চার বছরের মধ্যে রাশিয়ায় এটিই তার প্রথম সফর। এ সফরে শান্তি নিয়ে কথা হবে।’

তবে ইউক্রেনে শান্তি ফেরাতে কোনো আলোচনা হবে কিনা এ বিষয়ে তিনি কিছু বলেননি।

তিনি আরো বলেন, ‘দুই নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে কথা বলবেন। এ সময় দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী ও অর্থনৈতিক অংশীদারিত্বকে আরো গভীর করার প্রক্রিয়া নিয়েও আলোচনা হবে।’

সূত্র : রয়টার্স ও অন্যান্য

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877