স্বদেশ ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউইয়র্ক মহানগরস্থ (উত্তর) স্ট্যাটার আইল্যান্ড ব্যুরো কমিটির এক কর্মী সভা গত রোববার স্টাটারআই ল্যান্ডস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা শিবলী মামুনের সভাপতিত্বে ও জামিল আরিফের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির আহবায়ক আহবাব চৌধুরী খোকন।
বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক শাহিন চৌধুরী, যুগ্ম সদস্য সচিব ও স্ট্যাটার আইল্যান্ড বিএনপির সমন্বয়কারী কামরুল হাসান ও বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী রিনাজ আহমদ। বক্তব্য রাখেন বিএনপি নেতা শাহ আলম, রনি আহমদ, তানভির হোসেন, আজাদ ভূইয়া, আব্দুল করিম, জসিম উদ্দিন, জয়নাল আবেদিন প্রমুখ ।
সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবীতে নিউইয়র্কের সর্বত্র আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় নেতৃবৃন্দ বিএনপি নেতা জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমদ ও মিজানুর রহমান মিল্টন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত হওয়ায় অভিনন্দন জানানো হয়।
এছাড়া স্বল্পতম সময়ের মধ্যে স্ট্যাটার আইল্যান্ড বিএনপির একটি কমিটি গঠনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।