শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাইডেন একজন সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট: নিক্কি হ্যালি

বাইডেন একজন সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট: নিক্কি হ্যালি

স্বদেশ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর এর কড়া সমালোচনা করেছেন ভারতীয় বংশোদ্ভূত ও আগামী নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী নিক্কি হ্যালি। খবর এনডিটিভির। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নিক্কি হ্যালি বলেন, বাইডেনের এই প্রস্তাবিত বাজেট যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য বিপদ ডেকে আনবে। তিনি বলেন, সরকারের উচিত মানুষকে কর্মঠ করার উদ্যোগ নেওয়া। কিন্তু বাইডেন মানুষকে অলস বানানোর পায়তারা করছে। বিনা পরিশ্রমে মানুষকে অর্থ সরবরাহের উদ্যোগ নিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ৬ দশমিক ৯ ট্রিলিয়ন মার্কিন ডলারের বাজেট প্রস্তাব পেশ করেন জো বাইডেন। বাজেটে ধনীদের ওপর ট্যাক্সের হার বৃদ্ধি ও এবং সামাজিক উন্নয়নমূলক অনেক উদ্যোগের প্রস্তাব দেওয়া হয়। এ বাজেটের নিন্দা করে নিক্কি আরও বলেন, আমি মনে করি বাইডেন পুরোপুরি সমাজতান্ত্রিক রাষ্ট্রপতিকে পরিণত হয়েছেন। সবার কাছ থেকে ট্যাক্স বাড়ানোর উদ্যোগ নিয়েছেন তিনি। নিক্কি বলেন, আমাদের অনুধাবন করা উচিত। প্রায় ৩১ ট্রিলিয়ন ডলার ঋণের বোঝা মাথায় নিয়ে আমাদের ব্যয় না বাড়িয়ে বরং সংযমী হওয়া উচিত। প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি রিপাবলিকান দলের হয়ে আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন নিক্কি হ্যালি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877