বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন

মেডিকেল ভর্তিযুদ্ধে অংশ নিল প্রায় দেড় লাখ শিক্ষার্থী

মেডিকেল ভর্তিযুদ্ধে অংশ নিল প্রায় দেড় লাখ শিক্ষার্থী

স্বদেশ ডেস্ক:

দেশের সব মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়। এক ঘণ্টার এ পরীক্ষা বেলা ১১টায় পরীক্ষা শেষ হয়েছে।  রাজধানীসহ সারা দেশের ১৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ৯টার আগেই পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে। পরীক্ষার হলে কোনো ডিভাইস নিয়ে শিক্ষার্থীকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে পরীক্ষার সময় পরীর্ক্ষাথীর দুই কান খোলা রাখতে।

এবারের ভর্তি পরীক্ষা দেশের ১৮টি সরকারি মেডিকেল কলেজ ও একটি ডেন্টাল কলেজের মোট ৫৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এক ঘণ্টার ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়েছে।

এ বছর মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ৩৯ হাজার ২১৭ জন। সরকারি-বেসরকারি মিলিয়ে ১০৮টি মেডিকেল কলেজে মোট আসন রয়েছে ১১ হাজার ১২২টি। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ১২ জন পরীক্ষার্থী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877