বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন

সিদ্দিকবাজারে বিস্ফোরণ নাশকতা নাকি দুর্ঘটনা?

সিদ্দিকবাজারে বিস্ফোরণ নাশকতা নাকি দুর্ঘটনা?

স্বদেশ ডেস্ক:

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের ভবনে ভয়াবহ বিস্ফোরণে বহু হতাহত হয়েছে। ঘটনাটি নাশকতা নাকি দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, ‘সিদ্দিকবাজারের নর্থ সাউথ রোডে একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। আমাদের যারা এক্সপার্ট আছেন, তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে দেখেছেন এটা কোনো নাশকতামূলক ঘটনা কি না। অনেক সময় নানা কারণে বিস্ফোরণ হয়, কখনো মিথেন গ্যাস, কখনো এসির গ্যাস। এটা গ্যাসজনিত কোনো বিস্ফোরণ হতে পারে। এটা তদন্ত করে দেখা যাবে যে, এটা নাশকতা নাকি দুর্ঘটনা।’

খন্দকার গোলাম ফারুক বলেন, ‘বিস্ফোরণে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসছে। অনেকেই চিকিৎসাধীন অবস্থায় আছেন। এর মধ্যে অনেকের অবস্থা গুরুতর। আমি ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, তারা নিরবচ্ছিন্নভাবে চিকিৎসার ব্যবস্থা করেছেন।’
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, সিদ্দিকবাজারের সেটি একটি বাণিজ্যিক ভবন ছিল। নিচ তলায় বিভিন্ন সেনেটারি সামগ্রী ছিল। ওই ভবনে গ্রামীণ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের অফিস ছিল। আরও কিছু বাণিজ্যিক দোকান ছিল। যেহেতু সেটি একটি ধ্বংসস্তূপ হয়েছে, তাই তদন্ত না করে বিস্তারিত বলতে পারব না।’

এ সময় ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ প্রাথমিকভাবে এই বিস্ফোরণের কী কারণ মনে করছে, এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ বলেন, ‘এখন প্রাথমিকভাবে আমরা কারণ বলতে পারছি না। খালি চোখে কিছু বোঝা যাচ্ছে না। বিস্ফোরকের কোনো গন্ধ পাওয়া যায়নি। এ ছাড়া ঘটনাস্থলে কোনো স্প্লিন্টার পাওয়া যায়নি। তবে সকল বিষয়কে মাথায় রেখে আমরা কাজ করছি, আমাদের বিশেষজ্ঞদল ঘটনাস্থলে কাজ করছে। দুয়েক দিন পরে বিস্ফোরণের আসল কারণ জানা যাবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877