স্পোর্টস ডেস্ক:
আফগানিস্তানের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিন চলছে। বল হাতে প্রস্তুত সাকিব আল হাসান। এরই মধ্যে মাঠে ঢুকে গেল এক দর্শক। প্রথমে এসেই বিশ্বসেরা অলরাউন্ডারকে স্যালুট দিলেন। এরপর সাকিবের সামনে প্রেমিকাকে প্রস্তাব দেওয়ার ভঙ্গিতে, হাঁটু গেড়ে বসে ফুল দিলেন। সাকিবও ভক্তের দেওয়া ফুল সাদরে গ্রহণ করলেন। এবার ভক্ত বেচারার চাহিদা বেড়ে গেল, সাকিবকে তিনি জড়িয়ে ধরতে চান!
সাকিব ভক্তের প্রথম আবদার রাখলেও দ্বিতীয় আবদার মেটাতে মৃদুভাবে অস্বীকৃতি জানান। হাত নেড়ে তিনি ভক্তকে না করেন। তবুও বারবার অনুরোধ শেষে তিনি সাকিবকে জড়িয়ে ধরেনই।
ভক্তের এমন কাণ্ড দেখে তৎক্ষণাৎ মাঠে হাজির হন ২-৩ জন নিরাপত্তাকর্মী। তারা এসে টেনে-হিঁচড়ে সাকিব ভক্ত ওই দর্শককে নিয়ে যান।
আজ শুক্রবার সাকিবকে নিয়ে এমন উম্মাদনা হয়েছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তখন বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার প্রথম টেস্টে আফগানিস্তানের ইনিংসের ১০৭তম ওভারের খেলা চলছিল।
এর আগে ২০১৬ সালে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এভাবেই এক দর্শক মাশরাফি বিন মর্তুজাকে জড়িয়ে ধরতে মাঠে ছুটে গিয়েছিলেন। পরে নিরাপত্তাকর্মীরা তাকে ধরে পুলিশে দেয়।