রবিবার, ১২ মে ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ঢাকার বায়ু আজও ‘খুবই অস্বাস্থ্যকর’

ঢাকার বায়ু আজও ‘খুবই অস্বাস্থ্যকর’

স্বদেশ ডেস্ক:

রাজধানী ঢাকার বাতাস আগের মতোই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, বাংলাদেশ সময় আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় ২২৩ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা।

২০১ স্কোর নিয়ে আজ দ্বিতীয় স্থানে  আছে থাইল্যান্ডের চিয়াং মাই। ১৭৯ স্কোর নিয়ে ভারতের কলকাতা তৃতীয় স্থানে।

এর পরে অবস্থানে আছে যথাক্রমে মিয়ানমারের ইয়াঙ্গুন, ভিয়েতনামের হ্যানয়, ভারতের দিল্লি, মুম্বাই,  ইরাকের বাগদাদ, চীনের উহান ও চেংডু।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই নেই কোনো শহর।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877