স্বদেশ ডেস্ক:
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে সাহায্য করতে ভারত মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে।
জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে গিয়ে নয়াদিল্লিতে মোমেন আরো বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানেও ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা সীমান্ত সমস্যা নিয়ে কথা বলার সাথে সাথে ‘কোনো গুলি না চালিয়ে’ তাদের সমস্যাগুলো সমাধান করেছে।
ভারত ও চীনের সাথে সম্পর্ক বজায় রাখার বিষয়ে তিনি বলেন, ‘আমরা একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি বজায় রাখি।’
তবে তিনি বলেন, ভারত মিয়ানমারের বন্ধুত্বপূর্ণ দেশ।
ভারতীয় সংবাদমাধ্যম ডব্লিউইওনের সাথে এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
সূত্র : ইউএনবি