শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মানুষের ভালোবাসা ফিরছে সুদে-আসলে: দীপিকা

মানুষের ভালোবাসা ফিরছে সুদে-আসলে: দীপিকা

স্বদেশ ডেস্ক:

চার বছর পর ‘পাঠান’ নিয়ে বড়পর্দায় ফিরেছেন শাহরুখ খান। প্রত্যাবর্তনটা হয়েছে ঠিক রাজার মতোই। বিশ্বজুড়ে বক্স অফিসে রমরমা ব্যবসা করে যাচ্ছে ছবিটি। এরই মধ্যে দেশ ও বিদেশ মিলিয়ে ‘পাঠান’-এর আয় হাজার কোটি টাকা পেরিয়েছে।

সিনেমার অভাবনীয় সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বলিউড বাদশাহ। এবার তাকে ভরসা জোগালেন সিনেমায় তার সহশিল্পী দীপিকা পাড়ুকোন। শাহরুখের উদ্দেশে তিনি বলেন, “ছবির সেটে সবাই মন থেকে চেয়েছিল, যেন ‘পাঠান’ সফল হয়। আমিও এ কথাই বলেছিলাম শাহরুখ এবং গৌরীকে। এই সাফল্যের মাধ্যমে প্রকৃতপক্ষে মানুষের ভালোবাসাই ফিরছে সুদে-আসলে।”

দীপিকার মতে, “এ প্রার্থনার পেছনে কোনো যুক্তি নেই। শুধু ভালোবাসা আছে। এমন একজন মানুষের প্রতি ভালোবাসা, যিনি আমাদের দেশের জনপ্রিয় সংস্কৃতির অন্যতম অংশ। একটা ছবি সফল হতে গেলে, তার সঙ্গে যারা যুক্ত আছেন- সবাইকে মন থেকে সাফল্যের জন্য প্রার্থনা করতে হয়। ‘পাঠান’-এর ক্ষেত্রেও সবাই মন থেকে তাই চেয়েছিলাম।”

গত বছর দক্ষিণ ভারতের সিনেমার ব্যাপক সাফল্য দেখে বোঝা গেছে, একটি ছবিকে ‘ব্লকবাস্টার হিট’ করতে বিনোদনের বিকল্প নেই। ভারতের ব্যাপকসংখ্যক দর্শক পরিবার নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে সিনেমা দেখতে চান। হলে গিয়ে তারা চান বিনোদন, মসলাদার সিনেমা। কয়েক বছর ধরে হিন্দি সিনেমা যা দিতে ব্যর্থ হচ্ছিল। কিন্তু ‘পাঠান’-এ ভরপুর বিনোদন থাকায় ছবিটি লুফে নিয়েছেন সাধারণ দর্শকরা। অনেক দিন এমন ধুন্ধুমার অ্যাকশন সিনেমা দেখেননি তারা। ফলে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ছবিটির বক্স অফিস সাফল্য অভাবনীয়। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ ছবিতে শাহরুখ-দীপিকা ছাড়াও অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানাসহ অনেকে। অতিথি চরিত্রে দেখা গেছে সুপারস্টার সালমান খানকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877