মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭:৪৫ অপরাহ্ন

উগ্রবাদ উত্থান ঠেকাতে দেশের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

উগ্রবাদ উত্থান ঠেকাতে দেশের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বদেশ ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, উগ্রবাদীদের উত্থান ও তৎপরতা ঠেকাতে দেশের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে।

তিনি বলেন, ‘পুলিশ পলাতক উগ্রবাদীদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা অনেক উগ্রবাদীকে গ্রেফতার করতে পেরেছি। আমরা শিগগিরই পলাতকদের গ্রেফতারে সক্ষম হব।’

পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে বুধবার পুলিশ স্টাফ কলেজে এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা এখনো উগ্রবাদ নির্মূল করতে পারিনি। তবে আমাদের নিয়ন্ত্রণে আছে। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো ভালোভাবে কাজ করছে। আর ওই কারণেই উগ্রবাদ এখনো নিয়ন্ত্রণে আছে।’

সদ্য সমাপ্ত একুশে বইমেলায় বোমা হামলার হুমকির বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা প্রায়ই এ ধরনের হুমকি পাই। আমরা ভালোভাবে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেই।

আগামী জাতীয় নির্বাচন নিয়ে সম্ভাব্য বিশৃঙ্খলা সম্পর্কে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো সক্রিয় হয়ে ওঠে। তারা প্রচার-প্রচারণা ও অন্যান্য কাজে নিয়োজিত হয়। আমরা অনেক দিন ধরেই দেখছি, বিভিন্ন রাজনৈতিক দল সক্রিয় রয়েছে। আমি মনে করি, নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার কোনো কারণ নেই।’

দায়িত্ব পালনকালে নিহত পুলিশ সদস্যদের স্মরণে বাংলাদেশ পুলিশের সকল মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলা ইউনিটে ১ মার্চ পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়।

নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে বিলম্ব ও হয়রানির বিষয়ে এক প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রস্তাব দেয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।

সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877