সোমবার, ২৩ জুন ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন

বিয়ে করতে চান না প্রেমিক, তার বাড়িতেই ‘আত্মহত্যা’ প্রেমিকার

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯

স্বদেশ ডেস্ক:

বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকের বাড়িতে গিয়ে এক কলেজছাত্রী বিষপানে আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার রাতে রাজশাহীর মোহনপুর উপজেলায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর থেকে প্রেমিক মাহাবুর রহমান পলাতক রয়েছেন। তার বাড়ি মোহনপুর উপজেলার মাটিকাটা গ্রামে। তিনি সম্পর্কে তরুণীর মামাতো ভাই বলেও জানা গেছে।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত ওই ছাত্রীর সঙ্গে মাহাবুর রহমানের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি ওই ছাত্রী মাহাবুবকে বিয়ের জন্য চাপ দিলে তিনি অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে বুধবার রাতে উপজেলার মাটিকাটা গ্রামে মামাতো ভাইয়ের বাড়িতে গিয়ে ওই ছাত্রী বিষপান করেন। পরে মাহবুবের পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, ‘মামাতো-ফুফাতো ভাই-বোনের মধ্যে প্রেমের সম্পর্কের জের ধরে ওই ছাত্রী আত্মহত্যা করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ওই ছাত্রী আত্মহত্যার পর থেকে মাহাবুব পলাতক রয়েছে।’

এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ