মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৬ অপরাহ্ন

যখন দল ভালো খেলত না, তখনই ‘এই গ্রুপ ওই গ্রুপ’ টার্ম ব্যবহার হতো : তামিম

যখন দল ভালো খেলত না, তখনই ‘এই গ্রুপ ওই গ্রুপ’ টার্ম ব্যবহার হতো : তামিম

স্বদেশ ডেস্ক:

দলের ভেতরের গ্রুপিং নিয়ে সব অভিযোগ অস্বীকার করলেন তামিম, বোর্ড সভাপতির দাবি উড়িয়ে দিয়েছেন তিনি। স্পষ্টই বললেন গত ১৬ বছরে কোথাও গ্রুপিং দেখেননি, এখনো দেখেন না কোথাও।

সংবাদ সম্মেলনে প্রবেশ করতেই তামিমের মুখে শোনা একটা প্রশ্ন, ‘আজ এত সাংবাদিক কেন?’

উত্তরটা নিশ্চয়ই তামিমেরও অজানা নয়। শুধুই পরাক্রমশালী ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ বলেই নয়, গত ২৪ ঘণ্টায় উত্তাপ ছড়ানো বিসিবি সভাপতির একটা বক্তব্যও এখানে রেখেছে বড় ভূমিকা। তোলপাড় ফেলে দেয়া সেই বক্তব্যে দলের মাঝে গ্রুপিং আছে বলে দাবি করেছিলেন নাজমুল হাসান পাপন।

বিষয়টা নিয়ে কথা বলতে ইংল্যান্ড সিরিজের আগে এই সংবাদ সম্মেলনকেই বেঁছে নেন সাংবাদিকরা। ফলে বিষয়টা নিয়ে একাধিক প্রশ্নও ছিল তামিমের সামনে, যেখানে তিনি স্পষ্টই দাবি করেন, ‘দলের আবহাওয়া খুব ভালো। আজ না, অনেকদিন। রেজাল্টও দেখছেন। শেষ পাঁচ বছর ধরে ওয়ানডেতে ভালো ছিলাম। যখন ড্রেসিংরুম খুশি থাকে, তখনই কেমন এমন ফল আসে। অর্থাৎ সবকিছুই স্বাভাবিক আছে।’

ড্রেসিংরুমের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে বিপরীতমুখী বক্তব্য দিয়েছেন তামিম। তিনি বলেন, ‘আমি ১৭ বছর ধরে জাতীয় দলে খেলছি, আজ পাঁচ বছর আগে, ১০ বছর আগে বা ১৬ বছর আগেও হোক; যখন দল ভালো খেলত না, তখনই এই টার্ম ব্যবহার করা হতো। বিভিন্নভাবে এই গ্রুপ ওই গ্রুপ।’

এরপর তামিম যোগ করেন, আমি ১৬ বছর আগেও গ্রুপিং দেখিনি, ১০ বছর আগেও দেখিনি, এখনো দেখিনি। সবশেষ ছয় মাস আমি দলের সাথে ছিলাম না, এই জিনিসটা যদি এই ছয় মাসে হয়ে থাকে তাহলে আমি জানি না। কিন্তু সবশেষ তিন থেকে চার দিন ড্রেসিংরুমে আছি, এবারো এরকম কিছু দেখিনি। সবাই উপভোগ করছে, আমরা সবাই মজা করি।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877