বুধবার, ২২ মে ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ন

ভিয়েনার আর্চবিশপের সৌদি সফর, মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিবের সাথে সাক্ষাৎ

ভিয়েনার আর্চবিশপের সৌদি সফর, মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিবের সাথে সাক্ষাৎ

স্বদেশ ডেস্ক:

সৌদি আরব সফরে এসেছেন ভিয়েনার আর্চবিশপ কার্ডিনাল ক্রিস্টোফ শোনব্রুন। প্রতিনিধি দলসহ তিনি এখন রিয়াদে অবস্থান করছেন। এরই মধ্যে প্রতিনিধি দলটি সৌদির সাবেক বিচারমন্ত্রী ও মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব শায়খ আব্দুল কারিম ঈসার সাথেও বৈঠক করেছে।

রোববার সৌদি প্রেস অ্যাজেন্সির (এসপিএ) সূত্রে কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এসব তথ্য নিশ্চিত করে।

সংবাদমাধ্যমগুলো জানায়, ভিন্ন সভ্যতা-সংস্কৃতির মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ভ্যাটিকানের পক্ষ থেকে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে ভিন্ন ভিন্ন জাতির মধ্যে সম্পর্ক উন্নয়নে দুই পক্ষ পরস্পর মতবিনিময় করেছে।

এ প্রসঙ্গে শায়খ আব্দুল কারিম ঈসা এক টুইটবার্তায় বলেন, ‘আমরা ভিয়েনার আর্চবিশপ কার্ডিনাল ক্রিস্টোফ শোনব্রুনে সাথে সাক্ষাতে মিলিত হয়েছি এবং বেশ কিছু বিষয়ে মতবিনিময়ের পর আমরা আনন্দিত।’

আর্চবিশপের প্রতি ইঙ্গিত করে শায়খ ঈসা আরো বলেন, ‘তিনি বিভিন্ন জাতির মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার প্রসারে একজন সক্রিয় ধর্মীয় নেতা হিসেবে পরিচিত। মক্কা চুক্তির প্রতি তার উপলব্ধি এবং ভবিষ্যত প্রজন্মের জন্য এর গুরুত্ব প্রশংসনীয়।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877