বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৩ অপরাহ্ন

‘শিল্পপতিদের কারণে ১৮ কোটি মানুষ ভুগতে পারে না’

‘শিল্পপতিদের কারণে ১৮ কোটি মানুষ ভুগতে পারে না’

স্বদেশ ডেস্ক:

মন্ত্রিপরিষদের সাবেক সচিব ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার বলেছেন, ‘দেড় থেকে দুই হাজার ব্যবসায়ী-শিল্পপতিদের ফেলা বর্জ্যের কারণে দেশের ১৮ কোটি মানুষ ভুগবে তা হতে দেওয়া যাবে না। আমাদের রুখে দাঁড়াতে হবে। নদীমাতৃক বাংলাদেশে নদী হলো আমাদের মা। সেই মাকে দূষিত করা কোনো মানুষের কাজ হতে পারে না। নদী নিয়ে কাজ করলে নদীর কাছে যেতে হবে। শহরের হল রুমে বসে নদী বিষয়ক আলোচনা খুব একটা ফলপ্রসূ হবে না।’

আজ শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বাংলাদেশ নদী পরিব্রাজক দল আয়োজিত ‘নদীর জন্য তারুণ্য’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

কবির বিন আনোয়ার বলেন, ‘নদী বাঁচাতে সরকারের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন। জনগণ যদি সোচ্চার থাকে তাহলে নদী দূষণ কমে যাবে। নদী বাঁচানোর জন্য সংগ্রাম করতে হবে। তবে আন্দোলন-সংগ্রাম মানে গাড়ি ভাঙচুর নয়।’
তিনি আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় পরিবেশের বিষয়ে সোচ্চার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরকাল পরিবেশ সংরক্ষণে কাজ করেছেন। তিনি সারা বিশ্বে পরিবেশ বিষয়ক আইনের জন্য আওয়াজ তুলেছেন। এরই ধারাবাহিকতায় কাজ করে চলেছেন জাতির পিতার কন্যা। প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বেই মানুষ এখন পরিবেশ বিষয়ে অনেক সচেতন।’

বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সভাপতি মুহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. আবুল হোসেন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষক অধ্যাপক অসীম বিভাকর।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক এসএম আকতার হোসেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877