সোমবার, ২০ মে ২০২৪, ০৬:২১ পূর্বাহ্ন

বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত বাঙ্গা!

বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত বাঙ্গা!

স্বদেশ ডেস্ক:

বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট পদে এবার এক ভারতীয় বংশোদ্ভূতকে মনোনয়ন দিয়েছে জো বাইডেন প্রশাসন। মাস্টার কার্ডের সাবেক সিইও অজয় বাঙ্গার ব্যাপারে প্রেসিডেন্ট বাইডেন এক বিবৃতিতে জানিয়েছেন, ‘এই সঙ্কটের সময়ে বাঙ্গাই বিশ্ব ব্যাঙ্ককে নেতৃত্ব দেওয়ার মতো উপযুক্ত ব্যক্তি। প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে তিনি বিশ্বের একাধিক আন্তর্জাতিক কোম্পানিকে সামলেছেন। বহু কর্মসংস্থানের সৃষ্টি করেছেন।’

ওয়াকিবহাল মহলের ধারনা, সবকিছু ঠিকঠাক থাকলে অজয় বাঙ্গাই হতে চলেছেন পরবর্তী বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। বর্তমান বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস হঠাৎ করেই ওই পদ থেকে সরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। পাঁচ বছরের কার্যকালের মধ্য়ে এখনো প্রায় এক বছর বাকি রয়েছে ম্যালপাসের।

জেনারেল আটলান্টিস নামে এক ইক্যুইটি ফার্মে বর্তমানে ভাইস চেয়ারম্যানের পদে রয়েছে অজয় বাঙ্গা। মাস্টারকার্ড, আমেরিকান রেডক্রস, রাফট ফুডস, ডাও ইনকর্পোরেটেড কাজ করেছেন বাঙ্গা।

পুনের জন্ম হলেও দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে স্নাতক হন বাঙ্গা। আইআইএম আহমেদাবাদ থেকে এমবিএ করার পর তিনি যোগ দেন নেসলে ইন্ডিয়া-তে। এরপর সিটি ব্যাংকে। ১৯৯৬ সালে বাঙ্গা চলে যান মার্কিন যুক্তরাষ্ট্র। পেপসিকোতে ছিলেন প্রায় ১৩ বছর। এরপর মাস্টার কার্ডের বিশাল ব্যাপ্তি তার হাত ধরেই।
সূত্র : জি নিউজ

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877