স্বদেশ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও গাছ কেটে হল নির্মাণের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছে শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ।
আজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ ব্যানারে অবরোধ শুরু করেন শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ। বিকেল চারটা পর্যন্ত এ অবরোধ চলবে বলে জানা যায়।
প্রশাসনিক ভবন অবরোধের ফলে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা অফিস কক্ষে প্রবেশ করতে পারেনি। অফিসে আসেননি উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম।
এদিকে, টানা তৃতীয় দিনের মতো প্রশাসনিক ভবন অবরুদ্ধ থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।
উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।