রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২৭ অপরাহ্ন

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: প্রথম দিনের ভোটগ্রহণ সম্পন্ন

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: প্রথম দিনের ভোটগ্রহণ সম্পন্ন

স্বদেশ ডেস্ক:

ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ কার্যকরী কমিটি গঠনের দুই দিনব্যাপী নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এর আগে এদিন সকাল ৯টা থেকে মাঝে ১ ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবারও একইভাবে ভোটগ্রহণ হওয়ার পর ভোট গণনার পর ফলাফল ঘোষণা করা হবে।

তবে প্রথমদিন কতজন ভোটাধিকার প্রয়োগ করেছেন তা ভোগগ্রহণ সম্পন্ন হওয়ার পর গণনা না করায় জানা যায়নি। নাম প্রকাশ না করার শর্তে নির্বাচন কমিশনের এক সদস্য জানিয়েছেন, বৃহস্পতিবার ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পরই উভয় দিন ভোট কত পড়েছে তা জানানো হবে।

এশিয়ার বৃহত্তম এ বার সমিতিতে প্রায় ২৭ হাজার ৯৩৫ জন আইনজীবী সদস্য রয়েছেন। যার মধ্যে এ নির্বাচনে প্রায় ১৯ হাজার ৬২৯ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করবেন। আর এ নির্বাচনে সিনিয়র অ্যাডভোকেট ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন। যার অধীনে ১০ জন কমিশনার এবং ১০০ জন সদস্য সূষ্ঠু নির্বাচন অন্ষ্ঠুানের জন্য কাজ করবেন।

এ নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল এবং আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল তাদের প্রার্থিতা ঘোষণা করেছেন।

সংশ্লিষ্টরা বলছেন, এবারের নির্বাচনের নীল ও সাদা দলের প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কোন প্রার্থীকে এগিয়ে রাখার সুযোগ নেই।

নির্বাচনে নীল প্যানেলের সভাপতি প্রার্থী সমিতির সাবেক সাধারণ সম্পাদক গতবারের পরাজিত প্রার্থী অ্যাডভোকেট মো. খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক প্রার্থী গতবারের পরাজিত প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম।

নীল প্যানেলের মধ্যে অন্যান্য পদের প্রার্থীরা হলেন- সিনিয়র সহসভাপতি পদে গতবারের পরাজিত প্রার্থী মো. আব্দুর রাজ্জাক (জামায়াত), সহসভাপতি পদে গতবারের পরাজিত প্রার্থী মো. সাহিদুজ্জামান, কোষাধ্যক্ষ পদে দুইবারের পরাজিত প্রার্থী আব্দুর রশিদ মোল্লা, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে গতবারের পরাজিত প্রার্থী মো. জহিরুল হাসান মুকুল, সহসাধারণ সম্পাদক পদে সৈয়দ মোহাম্মাদ নজরুল হোসেন (অপু), লাইব্রেরি সম্পাদক পদে মোসা. নারগিস পারভীন মুক্তি, সাংস্কৃতিক সম্পাদক পদে গতবারের পরাজিত প্রার্থী নুরজাহান বেগম বিউটি, অফিস সম্পাদক পদে মো. আনোয়ারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মাদ মোবারক হোসেন ও সমাজকল্যাণ সম্পাদক পদে মাহবুব হাসান রানা।

নীল দলের সদস্য পদে আলী মোরতুজা, গতবারের পরাজিত প্রার্থী মো. মাহফুজুর রহমান ইলিয়াস, মো. আনোয়ার হোসেন চাদ, মো. আসিফ, সোহেল উদ্দিন রানা, মুক্তা বেগম, মো. আইয়ুব আলী, মোহাম্মাদ আলী বাবু, মোজাম্মেল হক, রেজাউল হক রিয়াজ ও রুবিনা আক্তার রুবা।

অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মামুন ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট খন্দকার গোলাম কিবরিয়া জোবায়ের।

সাদা প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন সিনিয়র সহসভাপতি পদে রুমানা জামান রিতু, সহসভাপতি পদে শ্রী প্রাণ নাথ, ট্রেজারার পদে বিবি ফাতেমা, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে ফাহিম শরিফ, সহসাধারণ সম্পাদক পদে মাহবুব হোসেন জয়, লাইব্রেরি সম্পাদক পদে রেজাউল হক মিয়া রিপন, সাংস্কৃতিক সম্পাদক পদে শিখা ইসলাম, অফিস সম্পাদক পদে মো. গোলাম কিবরিয়া সুমন, ক্রীড়া সম্পাদক পদে এসএম মিজানুর রহমান ও সমাজ কল্যাণ সম্পাদক পদে আবুল হাসনাত জিহাদ।

সদস্য পদে গাজী ইমরুল, জহির উদ্দিন, আসিফুল ইসলাম মুরাদ, মো. আসলাম হোসেন, মো. কামাল হোসেন, তানজির হোসেন রবিন, মোসা. ইসমত আরা শারমিন রিতু, নাসির হোসেন, গতবারের পরাজিত প্রার্থী সঞ্জয় কুমার কর্মকার, গতবারের পরাজিত প্রার্থী সারমিন সুলতানা টুম্পা ও ইয়াছিন জাহান নিশান।

উল্লেখ্য, ঢাকা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ কার্যকরী কমিটি গঠনের নির্বাচনের আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল ২৩টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭টি পদে জয় পেয়ে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল দুইটি সম্পাদকীয় পদসহ ৬টি পদে জয়লাভ করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877